Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

গিলে ফেললেন মাছি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ সেপ্টেম্বর, ২০২২, ১২:০৩ এএম

টিভিতে অনেক সময় সংবাদ পাঠ হয় লাইভে অর্থাৎ সরাসরি। সেখানে কাট করার উপায় থাকে না। পাঠক বা পাঠিকা পড়তে থাকেন। আর তা সরাসরি পৌঁছে যায় দর্শকদের টিভির পর্দায়। সেখানে মাঝে কিছু হলে তাও ধরা পড়বে ক্যামেরায়, দেখতে পাবেন সকলেই।
এমনই এক লাইভ খবরে খবর পড়ছিলেন ফারাহ নাসির নামে এক সংবাদ পাঠিকা। কানাডার একটি সংবাদ মাধ্যমে পাকিস্তানের ভয়াবহ বন্যা নিয়ে তিনি তখন খবর বলছেন। এমন সময় হঠাৎ তার গলা যায় আটকে। পরক্ষণেই মুখটা কেমন যেন একটা করে ওঠেন তিনি। পরে গলাটা কিছুটা সামলে নিয়ে খবর পড়া শেষ করেন।
কী হল তখন? গলা আটকে গেল কেন? এসব প্রশ্নের উত্তর কানাডার ওই সংবাদ পাঠিকা নিজেই দিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় তিনি জানিয়েছেন যে, স্টুডিওয় উড়তে থাকা একটি মাছি আচমকাই তার মুখে ঢুকে যায়। আর মুখে ঢোকার পর তিনি সেটাকে গিলেও ফেলেন। আর ঠিক সেই কারণেই তার মুখটা অমন হয়ে গিয়েছিল। সূত্র : নীলকণ্ঠ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মাছি

৯ সেপ্টেম্বর, ২০২২
৮ সেপ্টেম্বর, ২০২০
১২ এপ্রিল, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ