Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

দেব আনন্দের মত দেখতে বলে কাজ পেতে অসুবিধা হয় কিশোর ভানুশালির

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১০ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

অভিনেতা কিশোর ভানুশালি দেখতে অনেকটাই বলিউড অভিনেতা দেব আনন্দের মত। এই মিলের কারণে তিনি যেমন সীমিত সুবিধা পান তেমনি কিছু পেশাগত সমস্যায়ও পড়তে হয়েছে এ পর্যন্ত। বর্তমানে তিনি ‘ভাবিজি ঘর পার হ্যায়’ সিরিজে কমিশনার রেশম পাল সিংয়ের ভূমিকায় অভিনয় করছেন, যার চলন বলন একেবারে দেব আনন্দের মত। তিনি বলেন, আমাকে কাজ পেতে রীতিমত প্রচণ্ড বেগ পেতে হয়। অনেকেই বিশ্বাস করবে না কিন্তু দেব সাহেবের সঙ্গে মিল থাকার কারণে আমি অনেক সময়ই কাজের সুযোগ হারিয়েছি, তবে হাল ছাড়িনি; আমি বিশ্বাস করি লেগে থাকলে কাজ পাওয়া যায়। আমি থামিনি তাই একসময় ভাগ্য সুপ্রসন্ন হয়েছে। ‘গাইড’খ্যাত দেব আনন্দের সঙ্গে প্রথম সাক্ষাতের স্মৃতি বর্ণনা করতে গিয়ে কিশোর বলেন, আমার বয়স তখন খুব কম আর আমি তাকে আমার অভিনয়ের ইচ্ছা জানালে তিনি আমাকে পড়াশোনা শেষ করার পরামর্শ দেন। তার আর অভিনয়ের প্রতি ভালবাসায় আমি লেগে থেকেছি এবং সাফল্য পেয়েছি। আমি ‘কিশোর কি আওয়াজ দেব কা আন্দাজ’ নামে একটি তিন ঘণ্টাব্যাপী স্ট্যান্ড-আপ শোতে পারফর্ম করেছি, আমি আইতেও পারি। তিন দশক আমি শোবিজে আছি, এবং আমি দেব জির প্রতি কৃতজ্ঞ। তিনি বলেন, শুধু বন্ধু আসিফ শেখের জন্য আমি ‘ভাবিজি ঘর পার হ্যায়’ সিরিজে কাজ করার সুযোগ পেয়েছি। আসিফ ‘ভাবিজি ঘর পার হ্যায়’ সিরিজে বিভূতি নারায়ণ মিশ্র’র ভূমিকায় অভিনয় করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দেব আনন্দের মত দেখতে বলে কাজ পেতে অসুবিধা হয় কিশোর ভানুশালির
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ