Inqilab Logo

সোমবার ০৫ ডিসেম্বর ২০২২, ২০ অগ্রহায়ণ ১৪২৯, ১০ জামাদিউল আউয়াল ১৪৪৪ হিজরী
শিরোনাম

ঢাকায় আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন ২৩ ডিসেম্বর

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১০ সেপ্টেম্বর, ২০২২, ৭:০৩ পিএম

আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের উদ্যোগে আগামী ২৩ ডিসেম্বর ঢাকায় আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন অনুষ্ঠিত হবে। গতকাল এক বিবৃতিতে আন্তর্জাতিক ক্বিরাত সংস্থার মহাসচিব শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানী এ তথ্য জানান। তিনি বলেন, সম্মেলনে বাংলাদেশসহ ১৬টি দেশের বিখ্যাত ক্বারিরা অংশ নেবেন। এ ছাড়া দেশের কয়েকজন মন্ত্রী, সংসদ সদস্য, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনৈতিকরা সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
সম্মেলন বাস্তবায়নের লক্ষ্যে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি শুরু হয়েছে। জেলা ও বিভাগীয় শহরেও আন্তর্জাতিক সম্মেলন বাস্তবায়নে শাখা কমিটিগুলো তৎপর রয়েছে। আগামী সপ্তাহ থেকে কেন্দ্রীয় কার্যালয়ে সব ধরনের শাখা কমিটির সাথে সংলাপে বসবেন আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্বিরাত সম্মেলন

৮ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ