Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

ফাইনালে হারের সব দায় নিজের কাঁধে নিলেন শাদাব

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ সেপ্টেম্বর, ২০২২, ১১:২২ এএম

রোববার রাতে এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল পাকিস্তান ও শ্রীলঙ্কা। মহাগুরুত্বপূর্ণ সেই ম্যাচে দুটি ক্যাচ মিস করেছেন পাকিস্তানের লেগস্পিনার শাদাব খান। দুইবার জীবন পেয়ে ৪৫ বলে অপরাজিত ৭১ রানের ইনিংস খেলেছেন রাজাপাক্ষে, শ্রীলঙ্কার স্কোরটাকে নিয়ে গেছেন ১৭০ রানে। ম্যাচ শেষে ক্যাচ মিসের জন্য ক্ষমা চেয়েছেন শাদাব।

পাকিস্তান দলের সেরা ফিল্ডার ভাবা হয় শাদাবকে। ফাইনালে ক্যাচ মিসের জন্য পাকিস্তানের হারের দায় নিজের কাঁধে নিয়েছেন শাদাব। টুইটারে পাকিস্তান দলের একটি ছবি পোস্ট করেছেন, ক্যাপশনে শাদাব লিখেছেন, ‘ক্যাচই ম্যাচ জেতায়। দুঃখিত। এই পরাজয়ের দায় আমি নিচ্ছি। আমি আমার দলকে পিছিয়ে দিয়েছি। দলের জন্য ইতিবাচক বিষয় হলো - নাসিম শাহ, হারিস রউফ, মোহাম্মদ নওয়াজ ও পুরো বোলিং আক্রমণ দুর্দান্ত ছিল। মোহাম্মদ রিজওয়ান একাই লড়েছে। দলের সবাই তাদের সেরাটা চেষ্টা করেছে। অভিনন্দন শ্রীলঙ্কাকে। ’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এশিয়া কাপ

২৯ আগস্ট, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ