Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সাভারে ‘ম্যাট্রেস’ তৈরীর কারখানা আগুন

সাভার থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৪ সেপ্টেম্বর, ২০২২, ২:৪৫ পিএম

ঢাকার সাভারে একটি ফোমের বিছানা ‘ম্যাট্রেস’ তৈরীর কারখানা আগুনে পুড়ে গেছে।

বুধবার সকালে সাভার পৌর এলাকার জামসিং মহল্লায় অবস্থিত ম্যাট্রেস তৈরীর টিন সেড কারখানাটিতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
কারখানাটিতে নামবিহীন ম্যাট্রেস তৈরী করে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হতো।

সাভার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নুরুল ইসলাম বলেন, কারখানাটিতে আগুন লাগার খবর পেয়ে সকাল সোয়া ৮টার দিকে আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনার কাজ শুরু করে। কিন্তু কারখানায় ক্যামিকেল থাকায় আগুনের তীব্রতা অনেক বেশি ছিলো। পরে প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয় আমাদের টিম।

তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুৎতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
স্থানীয় একাধিক বাসিন্দাদের অভিযোগ, কারখানাটির কোন সাইনবোর্ডও লাগানো নেই। ওই কারখানার নেই কোনো অনুমোদন, এমনকি পৌরসভার কোনো সনদও নেই, অবৈধভাবে চলছি কারখানাটি।
কারখানাটির মালিক মালিক আবুল বাশার হাওলাদার দাবী করেন অগ্নিকান্ডে প্রায় দুই কোটি টাকার মালামাল পুড়ে গেছে। তবে কারখানার অনুমোদন ছিল কিনা এব্যাপারে তিনি কিছুই জানাননি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আগুন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ