Inqilab Logo

বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

এরদোগানের সাথে বৈঠক করলেন চীনের প্রেসিডেন্ট

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৬ সেপ্টেম্বর, ২০২২, ৭:৩২ পিএম

আজ (শুক্রবার) সকালে সমরখন্দে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেপ এরদোগান সাক্ষাত করেছেন।

সাক্ষাতে শি জিনপিং বলেন, সাম্প্রতিক বছরগুলোতে চীন ও তুরস্কের সম্পর্ক সুষ্ঠুভাবে উন্নত হয়েছে। দু’দেশের বাস্তবভিত্তিক সহযোগিতা স্থিতিশীলভাবে এগিয়ে যাচ্ছে। মহামারি প্রতিরোধের সহযোগিতা ফলপ্রসূ হয়েছে। দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নত করা দু’দেশের দীর্ঘস্থায়ী স্বার্থ ও উন্নয়নশীল দেশের সহযোগিতা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ তাৎপর্য রয়েছে।

তিনি বলেন, দু’দেশের উচিত ‘এক অঞ্চল, এক পথ’ উদ্যোগে উচ্চ মানের উন্নয়ন জোরদার করা, আন্তর্জাতিক শিল্প চেইন এবং খাদ্য ও জ্বালানি নিরাপত্তা রক্ষায় অবদান রাখা।

সাক্ষাতে এরদোগান বলেন, বিভিন্ন খাতে তুরস্ক ও চীনের সম্পর্কের গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জিত হয়েছে। তুরস্ক চীনের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য এবং পুঁজি বিনিয়োগে সহযোগিতা জোরদার করতে আগ্রহী। সূত্র: সিনহুয়া।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চীনের প্রেসিডেন্ট


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ