Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

রাজবাড়ীতে পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দেড় লক্ষ টাকা জরিমানা

রাজবাড়ী জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৮ সেপ্টেম্বর, ২০২২, ৫:৫৪ পিএম

রাজবাড়ী সদর উপজেলার পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ফিরোজ উদ্দিন (৪০) নামে এক ব্যক্তিকে দেড় লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবরাজ চৌধুরীর নেতৃত্বে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। জরিমানাপ্রাপ্ত ফিরোজ সদর উপজেলার মিজানপুরের ইউপির মহাদেবপুর গ্রামের হানিফ উদ্দিনের ছেলে।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবরাজ চৌধুরী বলেন, দুপুরে রাজবাড়ী পদ্মা নদীর চর নরসিংহদিয়ায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এ সময় ইজারা দেয়া অংশের বাইরে থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর আওতায় ড্রেজার মালিকের প্রতিনিধি ফিরোজ উদ্দিন নামে এক ব্যক্তিকে দেড় লক্ষ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। অভিযানে সহযোগিতা করেন পুলিশ বাহিনী ও ব্যাটালিয়ন আনসারের সদস্যবৃন্দ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জরিমানা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ