Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

রাষ্ট্রীয় মর্যাদায় বীর প্রতিক এম এ হালিমের দাফন সম্পন্ন

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২২ সেপ্টেম্বর, ২০২২, ৮:৪৯ পিএম | আপডেট : ৮:৫২ পিএম, ২২ সেপ্টেম্বর, ২০২২

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) উপজেলা সংবাদদাতাঃ

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের চেয়ারম্যান এম এ হালিম বীর প্রতিকের দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) বিকেলে টেংরা মাধ্যমিক বিদ্যালয় মাঠে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।

বীর সন্তানের জানাজায় উপস্থিত ছিলেন মুহিবুর রহমান মানিক এমপি, সুনামগঞ্জ জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন, পুলিশ সুপার এহসান শাহ্, সাবেক পিপি অ্যাডভোকেট খায়রুল কবির রুমেন, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক অধ্যক্ষ ইদ্রিস আলী বীর প্রতিক, উপজেলা পরিষদ চেয়ারম্যান দেওয়ান আল তানভীর আশরাফী চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার ফারজানা পিয়াংকা, সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আহমেদ, অফিসার ইনচার্জ দেবদুলাল ধর, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সফর আলী, ইউপি চেয়ারম্যান আবুল হোসেন, মিলন খান, জহিরুল ইসলাম, আবুল হামিদ, আবদুল ওয়াহিদ, শামিমুল ইসলাম শামিম, দক্ষিণ খুরমা ইউপি চেয়ারম্যান বিল্লাল আহমদ, সাবেক ইউপি চেয়ারম্যান আবুল খালিক, আমিরুল হক, খন্দকার মামুনুর রশীদ, কাজী আনোয়ার মিয়া আনু, শাহাজাহান মাষ্টার, ছাতক উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ, আওয়ামী লীগ নেতা আফজাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অব:) রফিক উদ্দিন, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি নূর মিয়া, সাধারণ সম্পাদক বশির উদ্দিন, সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ এলাকা পরিচালক আব্দুল হান্নান উপজেলা আওয়ামীলীগের সদস্য শফিকুল ইসলাম (আর্মি) সহ সহস্রাধিক জনতা উপস্থিত ছিলেন। জানাজার পূর্বে পুলিশের একটি চৌকস দল রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দাফন সম্পন্ন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ