Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

তাকরিমকে মুশফিকুর রহিমের অভিনন্দন

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২৫ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

সউদী আরবের পবিত্র মক্কায় আয়োজিত ৪২তম বাদশাহ আব্দুল আজিজ আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় বিশ্বের ১১১টি দেশের ১৫৩ জনকে টপকে তৃতীয় স্থান অধিকারী ১৩ বছর বয়সী হাফেজ সালেহ আহমাদ তাকরিমকে অভিনন্দন জানিয়েছেন জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটার মুশফিকুর রহিম। তিনি তার ফেসবুকে তাকরিমকে অভিনন্দন জানিয়ে লিখেছেন,, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ছোট্ট ভাই তোমার জন্য খুবই গর্বিত। দয়া করে আমাদের তোমার প্রার্থণায় রেখো। উল্লেখ্য, প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করে তাকরিম এক লাখ রিয়াল (প্রায় সাড়ে ২৭ লাখ টাকা) পুরস্কার ও সম্মাননা ক্রেস্ট লাভ করে। তাকরিমের বাড়ি টাঙ্গাইলের নাগরপুর থানার ভাদ্রা গ্রামে। তার বাবা হাফেজ আব্দুর রহমান মাদরাসার শিক্ষক এবং মা গৃহিণী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তাকরিমকে মুশফিকুর রহিমের অভিনন্দন
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ