Inqilab Logo

বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

হিলিতে চার হোটেল মালিকের ৩৫ হাজার টাকা জরিমানা

হিলি সংবাদদাতা | প্রকাশের সময় : ২৬ সেপ্টেম্বর, ২০২২, ৩:১২ পিএম

দিনাজপুরের হিলিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার রান্না ও বিক্রির অভিযোগে চারটি হোটেল মালিককে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার দুপুরে হিলি বাজার ও পানামা পোর্ট এর সামনে খাবারের হোটেলগুলোতে অভিযান চালিয়ে এই অর্থ জরিমানা করছেনর হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুর এ আলম।

হিলি বাজারের বাবা হোটেলকে ২,০০০/রুবেল হোটেলকে ৩,০০০/ চার মাথার লিজামনি হোটেলকে ২০,০০০/ও সিপিরোড়ের আল মদিনা হোটেলকে ১০,০০০/ মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন,খাবার হোটেল গুলোতে স্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি হচ্ছে কি না এসব বিষয়ে অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বিক্রির অভিযোগে আল মদিনা ও লিজা মনি নামের দুটি হোটেলসহ চারটি হোটেল মালিককে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এধরনের অভিযান অব্যাহত থাকবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জরিমানা

১৬ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ