Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

ইউক্রেনে ফের গণকবরের সন্ধান, মিলেছে চার শতাধিক মরদেহ

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৭ সেপ্টেম্বর, ২০২২, ১০:২৫ এএম

মাত্র কয়েক দিনের ব্যবধানে ইউক্রেনের ইজিয়ম শহরে আরও দুটি গণকবরের সন্ধান মিলেছে। কবর দুটি থেকে উদ্ধার করা হয়েছে কয়েকশ মরদেহ।
স্থানীয় সময় মার্কিন সংবাদমাধ্যম সিবিএসকে দেওয়া সাক্ষাৎকারে এই তথ্য জানান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে কবর দুটিতে কতটি মরদেহ পাওয়া গেছে তা নির্দিষ্ট করে বলা হয়নি।
গত সপ্তাহে ইজিয়ামের একটি জঙ্গলে গণকবরের সন্ধান পায় ইউক্রেনের সেনারা। একটি কবর থেকে উদ্ধার করা হয় ৪৩৬ জনের মরদেহ।
সেই সময় কিয়েভ জানায়, প্রতিরোধের মুখে অঞ্চলটি ছেড়ে যাওয়ার সময় নিরস্ত্র মানুষগুলোকে হত্যা করে রুশ বাহিনী।
নতুন করে দুটি গণকবরের বিষয়ে অবশ্য এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি মস্কো। বরং বরাবরই ইউক্রেনে হত্যাযজ্ঞের অভিযোগ অস্বীকার করে আসছে রুশ বাহিনী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইউক্রেন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ