Inqilab Logo

বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

প্রধানমন্ত্রী শুধু দেশের দূরদর্শী নেতা নন, বিশ্বেও নন্দিত নেতা : ভিডিও বার্তায় স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৮ সেপ্টেম্বর, ২০২২, ১২:১৮ পিএম

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু বাংলাদেশের দূরদর্শী নেতাই নন, তিনি সারা বিশ্বে আজকে নন্দিত নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। বিশ্বনেতারা প্রধানমন্ত্রীর অগ্রগতি গভীরভাবে উপলব্ধি ও পর্যবেক্ষণ করছেন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে এক ভিডিও বার্তায় স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন। আমরা তার জন্মদিনে দোয়া করি, মহান রাব্বুল আল আমিন যেন প্রধানমন্ত্রীকে শতবর্ষ আয়ু দান করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সঙ্গত কারণেই আমরা বলবো, যতদিন শেখ হাসিনা থাকবেন ততদিন বাংলাদেশ আলোকিত থাকবে, ততদিন দুর্বার গতিতে বাংলাদেশ এগিয়ে যাবে। বাংলাদেশের জনগণের স্বার্থে মহাল রাব্বুল আল আমিনের কাছে দোয়া চাইছি।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর সফলতা, দিকনির্দেশনা, সঠিক ও দূরদর্শী নেতৃত্বে আজকে বাংলাদেশ অসম্ভবকে সম্ভব করেছে। বাংলাদেশ চলছে অগ্রগতির এক নতুন ঠিকানায়। সেজন্যই সবাই প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বের প্রশংসা করছে।

‘প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর যোগ্য উত্তরসূরি, সেটা তিনি বারবার প্রমাণ করেছেন’- যোগ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্বরাষ্ট্রমন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ