Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সোনালী ব্যাংকের উদ্যোগে প্রধানমন্ত্রীর ৭৬তম জন্মদিন উদযাপন

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ২৮ সেপ্টেম্বর, ২০২২, ৪:২৫ পিএম

আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মদিন উদযাপন করেছে সোনালী ব্যাংক লিমিটেড। বুধবার (২৮ সেপ্টেম্বর) প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে এ আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মিলাদ মাহফিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা এবং আগামীতে দেশ ও জাতির আরো সেবা করতে পারে এ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। আলোচনা সভা ও দোয়া মাহফিলে ব্যাংকের সিইও এন্ড ম্যানেজিং ডিরেক্টর মো. আফজাল করিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সিইও এন্ড ম্যানেজিং ডিরেক্টর মোঃ আফজাল করিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, তিনি দেশের অর্থনীতির ভীতকে শক্তিশালী করে বিশ্ব দরবারে বাংলাদেশের মর্যাদা ও সুনাম বৃদ্ধি করেছে।ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে প্রধানমন্ত্রীর নেতৃত্ব ভবিষ্যতে আরো এগিয়ে যাবে ও বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে। তিনি প্রধানমন্ত্রীকে তার জন্মদিনে শুভেচ্ছা জানান এবং দীর্ঘায়ু কামনা করেন।

এ সময় ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নিরঞ্জন চন্দ্র দেবনাথ, সঞ্চিয়া বিনতে আলী, মো. কামরুজ্জামান খান, প্রধান কার্যালয়রে সকল জেনারেল ম্যানেজার ও ডেপুটি জেনালরল ম্যানেজারবসহ সর্বস্তরের কর্মকর্তা- কর্মচারীবৃন্দ এ আলোচনা সভা ও দোয়া মাহফিলে অংশ নেন। এছাড়া ব্যাংকের মাঠ পর্যায়ের সকল জেনারেল ম্যানেজার’স অফিস, প্রিন্সিপাল অফিস, শাখাসমূহ প্রধানমন্ত্রী জন্মদিনে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ