Inqilab Logo

বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

এই নিশিরাতের সরকারকে জনগণ আর দেখতে চায় না : জাগপা

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৩০ সেপ্টেম্বর, ২০২২, ৯:৫২ পিএম

আওয়ামী সরকার মেগা দুর্নীতির মাধ্যমে দেশকে অন্ধকার খাদের কিনারায় নিয়ে গেছে বলে দাবি করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) একাংশের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান। তার দাবি, তাই দেশের জনগণ নিশিরাতের ভোট চোর সরকাকে আর ক্ষমতায় দেখতে চায় না। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে এক প্রতিবাদ সভায় এসব কথা বলেন তিনি।

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, বিরোধী দলের নেতাকর্মীদের ওপর হামলা, মামলা ও খুনের প্রতিবাদে এবং খালেদা জিয়ার মুক্তির দাবিতে এ সভার আয়োজন করে ঢাকা মহানগর জাগপা। জাগপা সভাপতি বলেন, সরকারের দুর্নীতি, লুট, হরিলুট, টাকা পাচার, গুম, খুন আর মহাদুর্নীতির কাহিনী এখন মানুষের মুখে মুখে। দেশের মধ্যম ও নিম্নআয়ের মানুষ জীবনধারণের সব অবলম্বন হারিয়ে ফেলেছেন।
জাগপা ঢাকা মহানগর সভাপতি মোহাম্মদ হোসেন মোবারকের সভাপতিত্বে আরও উপস্থিতি ছিলেন জাগপার সাধারণ সম্পাদক এস এম শাহাদাত, প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল হুমায়ূন কবির, যুগ্ম সম্পাদক ডা. আওলাদ হোসেন শিল্পী, সাইফুল আলম প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাগপা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ