Inqilab Logo

সোমবার ২৮ নভেম্বর ২০২২, ১৩ অগ্রহায়ণ ১৪২৯, ০৩ জামাদিউল আউয়াল ১৪৪৪ হিজরী
শিরোনাম

কলেজ বাস চাই

| প্রকাশের সময় : ২ অক্টোবর, ২০২২, ১২:০০ এএম

ব্রিটিশ শাসনামলে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ১ বছর পর কলিকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে ১৯২২ সালের ৮ আগস্ট প্রতিষ্ঠিত হয় দক্ষিণ-পূর্ব বাংলার সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ফেনী সরকারি কলেজ। জাঁকজমকপূর্ণভাবে কলেজ প্রতিষ্ঠার শতবর্ষ পালনের প্রস্তুতি ইতোমধ্যে শুরু হয়েছে, রেজিস্ট্রেশন কার্যক্রমও চলছে। কলেজটিতে বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিনে ১৫টি বিষয়ে অনার্স কোর্স ও মাস্টার্স শেষ পর্ব এবং ১০টি বিষয়ে মাস্টার্স ১ম পর্ব (প্রিলিমিনারি) কোর্স চালু আছে। মানবিক, বিজ্ঞান ও ব্যাবসায় বিভাগে উচ্চমাধ্যমিক শ্রেণি চালু আছে। সদ্য প্রকাশিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পারফর্মেন্স র‌্যাংকিংয়ে চট্টগ্রাম বিভাগের মধ্যে ৪র্থ ও সারাদেশের মধ্যে ফেনী কলেজ ১৪তম অবস্থানে রয়েছে। এমন কলেজে পড়ালেখা করতে পারাটা গৌরবের। কিন্তু আক্ষেপের বিষয় হচ্ছে, ঐতিহ্যবাহী এই কলেজটির কোনো নিজস্ব পরিবহন ব্যাবস্থা নেই। ফেনী জেলার ছয় উপজেলা ফেনী সদর, পরশুরাম, ফুলগাজী, ছাগলনাইয়া, দাগনভূঞাঁ, সোনাগাজীসহ নোয়াখালী, লক্ষিপুর, কুমিল্লা, মিরসরাইসহ দেশের বিভিন্ন জায়গার প্রায় ২৪ হাজার শিক্ষার্থী এই কলেজে অধ্যয়নরত রয়েছে। সড়কপথে বাসে শিক্ষার্থীদের হাফভাড়া না নেয়ার অনেক অভিযোগ প্রতিনিয়তই পাওয়া যায়। অত্র কলেজের একজন শিক্ষার্থী হিসেবে বুঝতে পারি, ঐতিহ্যবাহী এই কলেজে নিজস্ব পরিবহন ব্যবস্থা না থাকা শিক্ষার্থীদের জন্য কতটা আক্ষেপের। আক্ষেপ ঘুচানোর উপযুক্ত সময় এখনি বলে মনে হয়। অতএব, কর্তৃপক্ষের কাছে আবেদন এই যে, শিক্ষার্থীদের জন্য ফ্রি অথবা সল্প ভাড়ায় কলেজের নিজস্ব বাস সার্ভিস চালু করার বিষয়টি বিবেচনায় রাখবেন।
মো. মাজহারুল ইসলাম সৈকত
শিক্ষার্থী, ফেনী সরকারি কলেজ 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ