Inqilab Logo

বুধবার, ১৭ আগস্ট ২০২২, ০২ ভাদ্র ১৪২৯, ১৮ মুহাররম ১৪৪৪

শাকিলের দোয়া ও কুলখানি শুক্রবার

| প্রকাশের সময় : ৯ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ময়মনসিংহ আঞ্চলিক অফিস : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী কবি মাহবুবুল হক শাকিলের দোয়া ও কুলখানি আগামীকাল শুক্রবার অনুষ্ঠিত হবে। ওইদিন বাদ জুম্মা নগরীর বাঘমারা রোডস্থ পৈতৃক বাসভবনে এ দোয়া ও কুলখানি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে তার পারিবারিক সূত্র। মরহুমের বাবা ময়মনসিংহ জেলা আ’লীগ সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট জহিরুল হক খোকা এ কুলখানিতে সবাইকে উপস্থিত থাকার আহবান জানিয়েছেন। প্রসঙ্গত, মঙ্গলবার দুপুরে রাজধানীর গুলশানের একটি রেস্তোরাঁয় মাহবুবুল হক শাকিলের মরদেহ পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
পরে বুধবার সন্ধ্যায় নগরীর আঞ্জুমান ঈদগাহ মাঠে শাকিলের দ্বিতীয় নামাজে জানাজা শেষে তাকে নগরীর ভাটিকাশর গোরস্থানে দাফন করা হয়। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কুলখানি

৪ ফেব্রুয়ারি, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ