Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

এ সময়ে এসে খুবই নিন্দিত হলাম আমরা-আহমেদ শরীফ

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ৩ অক্টোবর, ২০২২, ১২:০০ এএম

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক ছিলেন বিশিষ্ট অভিনেতা আহমেদ শরীফ। ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত সমিতির প্রথম সাধারণ স¤পাদকের দয়িত্ব পালন করেন তিনি। এরপর আরও দুই মেয়াদে সাধারণ স¤পাদক এবং চার মেয়াদে সভাপতির দায়িত্ব পালন করেন। শিল্পী সমিতি গঠনের লক্ষ্য সম্পর্কে আহমেদ শরীফ বলেন, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির স্বপ্নদ্রষ্টা আমি। মনে হয়েছিলো, আমাদের কথা বলার জায়গা থাকা উচিত। আমাদের ভালো-মন্দ বলার জন্য একটি প্ল্যাটফর্মের দরকার ছিলো। সেজন্য রাজ্জাক সাহেব, এটিএম শামসুজ্জামান, খলিল ভাইসহ অনেকের সঙ্গে আলাপ করে তাদের সহযোগিতায় এই সংগঠন দাঁড় করিয়েছিলাম। আমরা দায়িত্বে থাকাকালে খুব ভালোভাবে কাজ করেছি। তিনি বলেন, এত বছর সমিতি চালিয়েছি, কখনও সমিতি নিয়ে সমালোচনা হয়নি। আমাদের ঘটনা আমাদের মধ্যে থাকতো, বাইরের মানুষকে জানতে দিতাম না। তিনি বলেন, সভাপতি থাকাকালীন সালমান শাহ’র মতো তুখোড় নায়ককে এক মাসের জন্য ব্যান করে দিয়েছিলাম। কারণ, সে সেটে সময়মতো আসত না, শুটিংয়ে সমস্যা হতো, খরচ বেশি হতো। আবার ১৫ দিন পরে তাকে কাজ করার অনুমতিও দিয়েছি। সমিতিটা গুছিয়ে চালাতাম। এই সময়ে এসে তার ব্যত্যয় ঘটল। খুবই নিন্দিত হলাম আমরা। আমেরিকায় বসবাস করা বাঙালিদের সঙ্গে দেখা হলেই জিজ্ঞেস করতো, শরীফ ভাই এসব কি হচ্ছে শিল্পী সমিতিতে? আমি কোনো কথা বলতে পারতাম না। আহমেদ শরীফ বলেন, আমার অনুরোধ থাকবে, সংগঠনটির সঙ্গে যারা জড়িত, যারা এখন চালাচ্ছেন, আপনারা এমন কোনো কাজ করবেন না, যাতে সমিতি লজ্জিত হয়। সমিতিকে আমাদের মাথার মণি করে রাখা উচিত।



 

Show all comments
  • Unit chief ৩ অক্টোবর, ২০২২, ৮:২০ এএম says : 0
    নন্দিত কবে ছিলা! এই জগতই চিরকাল নিন্দিত। এটা এই পৃথিবীর রঙিন জগত। শুধুমাত্র এই পৃথিবীর জন্য।
    Total Reply(0) Reply
  • Habib ৩ অক্টোবর, ২০২২, ৮:২১ এএম says : 0
    চলচ্চিত্রের নায়িকা গুলো সকল বিষয়ে এত ফ্রি থাকা ভালো না, শুধু ফিল্মের বিতরে সীমাবদ্ধ থাকা উচিত।
    Total Reply(0) Reply
  • Ijak miltan ৩ অক্টোবর, ২০২২, ৮:২১ এএম says : 0
    সেইকাল আর এইকাল এক নয় রে পাগলা, এইকাল শুধু পেটে বাচ্চা দিবার কাল।
    Total Reply(0) Reply
  • Kabir Ripon ৩ অক্টোবর, ২০২২, ৮:২২ এএম says : 0
    সাকিব তিন বউদের নিয়ে সংসার করুক নইলে তাকে দেশ থেকে বিতাড়িত করা হোক।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এ সময়ে এসে খুবই নিন্দিত হলাম আমরা-আহমেদ শরীফ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ