Inqilab Logo

বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

রেললাইন পারাপারে চাই সচেতনতা

চিঠিপত্র

| প্রকাশের সময় : ৬ অক্টোবর, ২০২২, ১২:২১ এএম

সাম্প্রতি সময়ে ট্রেন চাপায় মৃত্যু যেন নিত্য দিনের খবরের শিরোনামে পরিণত হয়েছে। এই অনাকাক্সিক্ষত মৃত্যুর জন্য যেমন বাংলাদেশের রেল ব্যবস্থাপনা কর্তৃপক্ষ দায়ী, তার চেয়ে বেশি দায়ী হলো মানুষের অসচেতনতা। মানুষের অচেতনভাবে চলাচলের কারণে প্রতিনিয়ত এই দুর্ঘটনা ঘটে চলছে। যে সকল কারণে বর্তমানে এই দুর্ঘটনা ঘটছে তার মধ্যে অন্যতম হলো অসতর্কভাবে রেললাইন পারাপার, হেডফোন ব্যবহার করে রেললাইনে হাঁটা, রেললাইনে বসে বিভিন্ন গেইম খেলা, এছাড়াও ট্রেন দেখেও দ্রুত রেললাইন পারাপার করতে গিয়ে মানুষ দুর্ঘটনার সম্মুখীন হচ্ছে। তাই এই দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের একটু খানি সচেতনতা প্রয়োজন। নিজে সচেতন হই, অন্যকে সচেতন করি, মৃত্যু ফাঁদ ট্রেন দুর্ঘটনা রোধ করি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রেললাইন পারাপারে চাই সচেতনতা
আরও পড়ুন