Inqilab Logo

মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

সউদি আরবকে পাকিস্তানের পারমাণবিক অস্ত্র সরবরাহ করার খবর ভিত্তিহীন

| প্রকাশের সময় : ১০ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : সউদি আরবকে পাকিস্তান পরমাণু অস্ত্র দিয়েছে কিনা, এ প্রশ্ন দীর্ঘ দিনের। পাকিস্তানের উপ-পররাষ্ট্রমন্ত্রী তাসনিম আসলামের কাছে গত বৃহস্পতিবার আবারও এ প্রশ্নটিই করেছিল রাশিয়ার সংবাদ মাধ্যম স্পুতনিক। এ প্রশ্নের জবাবে তাসনিম আসলাম বলেছেন, ভারতের পক্ষ থেকে এ ধরনের খবর ছড়ানো হয়েছে। এর কোনো ভিত্তি নেই। তিনি আরও বলেছেন, সউদি আরবের সঙ্গে এ ধরনের কোনো সমঝোতা হয়নি এবং সউদি আরবকে পরমাণু অস্ত্র সরবরাহের খবরের কোনো ভিত্তি নেই। পাকিস্তান পরমাণু অস্ত্র বিস্তারের বিরোধী। তাসনিম আসলাম বলেন, ১৯৭৪ সালে ভারত পরমাণু অস্ত্র পরীক্ষা চালানোর আগে পাকিস্তান দক্ষিণ এশিয়াকে পরমাণু অস্ত্রমুক্ত অঞ্চল হিসেবে ঘোষণার প্রস্তাব দিয়েছিল। কিন্তু ভারত পরমাণু অস্ত্র পরীক্ষা চালিয়েছে। এরপর ইসলামাবাদ বাধ্য হয়ে পরমাণু অস্ত্র তৈরি করেছে। সউদি আরব পরমাণু অস্ত্র কিনতে চায় বলে ২০১৫ সালের মে মাসে খবর বেরিয়েছিল। মার্কিন সূত্রের বরাত দিয়ে সানডে টাইমস লিখেছিল, সউদি আরব পাকিস্তান থেকে পরমাণু অস্ত্র কেনার পরিকল্পনা করেছে। সূত্র : পার্সটুডে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ