Inqilab Logo

মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সাপের ছোবলে মাদরাসা ছাত্রের মৃত্যু

সাতকানিয়া (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৫ অক্টোবর, ২০২২, ১২:০০ এএম

সাতকানিয়ায় ঘাস কাটতে গিয়ে বিষাক্ত সাপের ছোবলে আশিকুল ইসলাম আনাস (১৭) নামের এক মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে। গত সোমবার বেলা ১১টার দিকে লোহাগাড়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ওই ছাত্রকে মৃত ঘোষণা করেন। আনাস সাতকানিয়া সদর ইউনিয়নের ছোট বারদোনা গ্রামের শফিকুর রহমান ছেলে ও বারদোনা রেফায়া শাহ আকবরিয়া ইসলামিয়া দাখিল মাদরাসার নবম শ্রেণির ছাত্র। সদর ইউনিয়নের ইউপি সদস্য আবু মনছুর জানান, সকালে নাস্তা করে আনাস বাড়ির পশ্চিমে ছোট বারদোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে গরুর জন্য ঘাস কাটতে যায়। ঘাস কাটার সময় একটি বিষাক্ত সাপ পায়ে ছোবল দিলে সে অজ্ঞান হয়ে পড়ে। পরে তাকে উদ্ধার করে পাশের লোহাগাড়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ