Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

ওমরাহ ভিসার মেয়াদ ৯০ দিন হচ্ছে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ অক্টোবর, ২০২২, ১২:১৫ এএম

সউদী হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে যে, ওমরাহযাত্রীরা তাদের ওমরাহ ভিসা ৯০ দিন পর্যন্ত বাড়াতে পারবেন।

মন্ত্রণালয় জানিয়েছে যে, ওমরাহ ভিসা এক মাস থেকে তিন মাস বাড়ানোর সম্ভাবনা রয়েছে।

কর্তৃপক্ষ আরো জানিয়েছে যে, এ পদক্ষেপ তাদের জাতীয়তা নির্বিশেষে সকল ওমরাহযাত্রীদের জন্য প্রযোজ্য।

মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে, সিস্টেমটি ৯০ দিনের বেশি সময় বাড়ানোর অনুমতি দেয় না।

লক্ষণীয় যে, মন্ত্রণালয় মুহাররমের শুরু থেকেই দেশের অভ্যন্তরভাগ এবং বাইরে থেকে আগতদের ওমরাহর অনুমতি দেওয়া শুরু করেছে।

মন্ত্রণালয় ওমরাহ কোম্পানী এবং প্রতিষ্ঠানগুলির প্রতিশ্রুতির প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছে যাতে ওমরাহযাত্রীদের এ খাতে পরিষেবার মান বাড়ানো এবং হজযাত্রীদের যাত্রা সহজতর করার লক্ষ্যে সমস্ত প্যাকেজ পরিপূর্ণভাবে প্রদান করা যায়।

মন্ত্রণালয় স্পষ্ট করেছে যে, সমস্ত ওমরাহ কোম্পানি এবং প্রতিষ্ঠানগুলো তার ওমরাহযাত্রীদের জন্য মসজিদে নববী যিয়ারতের অনুমতি প্রদান করতে সম্পূর্ণরূপে বাধ্য। সূত্র : গালফ নিউজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ