Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

আলেপ্পোয় পালিয়ে যাওয়ার সময় নিখোঁজ হয়েছে বহু লোক : জাতিসংঘ

| প্রকাশের সময় : ১১ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : সিরিয়ার আলেপ্পোয় বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকা থেকে সরকার নিয়ন্ত্রিত এলাকায় পালিয়ে যাওয়ার সময় শত শত পুরুষ নিখোঁজ হয়েছে বলে জানিয়েছেন জাতিসংঘ কর্মকর্তারা। গত কয়েক সপ্তাহে সিরিয়ার সরকারি বাহিনী তাদের মিত্রদের সহায়তায় আলেপ্পোর পূর্বাঞ্চলের বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকার প্রায় ৭৫ শতাংশের দখল নিয়েছে। বিবিসি’র খবরে বলা হয়, লড়াই চলছে এমন এলাকা থেকে হাজার হাজার বেসামরিক মানুষ পালিয়ে যাচ্ছে। গত বৃহস্পতিবার মানবিক যুদ্ধবিরতির সময় আট হাজারের বেশি মানুষ পূর্ব আলেপ্পোর বিভিন্ন এলাকা ত্যাগ করেছে। বিদ্রোহী যোদ্ধারা বেসামরিক নাগরিকদের এলাকা ত্যাগে বাধা দেয়ার চেষ্টা করছে বলেও জানিয়েছে জাতিসংঘ। জেনেভায় এক সংবাদ সম্মেলনে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাই কমিশনের মুখপাত্র রুপার্ট কলভিল্লে বলেন, পূর্ব আলেপ্পোর বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকা থেকে পালিয়ে সরকার নিয়ন্ত্রিত এলাকায় যাওয়ার সময় খুব সম্ভবত কয়েকশ’ পুরুষ নিখোঁজ হয়েছে। জাতিসংঘ এ সংক্রান্ত তথ্য প্রমাণ জোগাড় করেছে। সিরিয়া সরকারের কথা উল্লেখ করে তিনি বলেন, এরকম ভয়ঙ্কর মাত্রায় বিনা বিচারে আটক, নির্যাতন ও গুম হওয়ার ঘটনায় আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি। জাতিসংঘের উল্লিখিত কয়েকটি প্রতিবেদনে বলা হয়েছে, পুরুষদেরকে তাদের পরিবার থেকে আলাদা করে ফেলা হয়েছে। আর এখন তাদের আর কোনো হদিস পাওয়া যাচ্ছে না। বাস্তুচ্যূত আরো মানুষকে জিজ্ঞাসাবাদের জন্য ধরে নিয়ে যাওয়া হয়েছে এবং তাদের পরিচয়পত্র জব্দ করে রাখা হয়েছে বলে খবর পাওয়া গেছে। রাশিয়া গত বৃহস্পতিবার বলেছে, বেসামরিক নাগরিকদেরকে এলাকা ছেড়ে যেতে দেয়ার জন্য লড়াইয়ে বিরতি দেয়া হয়েছে। গত শুক্রবার সকালের মধ্যেই ৩ হাজার শিশুসহ ৮ হাজারের বেশি মানুষ চলে গেছে। কিন্তু আলেপ্পো বিদ্রোহীমুক্ত না হওয়া পর্যন্ত লড়াই চলবে বলে জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। বিবিসি, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ