এবার বার কাউন্সিলের সভায় বিএনপি-আওয়ামীপন্থী আইনজীবীদের মধ্যে হট্টগোল
-(25).jpg)
দেশের আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের বর্ধিত সভায় দুই দফায় বিএনপি ও আওয়ামীপন্থী আইনজীবীদের
রাজধানীর বিভিন্ন এলাকা থেকে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের মূলহোতাসহ ১৩ জনকে গ্রেফতার করেছে র্যাব। এসময় তাদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্রশস্ত্র , একটি এন্টিকাটার, পাঁচটি ব্লেড, পাঁচটি চাকু, একটি সুইচ গিয়ার, একটি কেঁচি, একটি মোবাইলফোন এবং নগদ ২৮০ টাকা উদ্ধার করা হয়।
গতকাল বুধবার র্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ জানান, গত মঙ্গলবার রাতে রাজধানীতে র্যাব-৩ একাধিক অভিযান চালায়। অভিযানে শাহজাহানপুর, মতিঝিল এবং পল্টন থানাধীন এলাকা থেকে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের মূলহোতাসহ মোট ১৩ জন ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়।
এরা হলো,পারভেজ, জসিম, আরিফুল ইসলাম, জাহিদুল ইসলাম, বাদশা চৌকিদার, জাহিদুল হাসান হৃদয়, মিলন, মোজ্জাম্মেল হক, মারুফ, আরিফ হোসেন ও সোহেল, সাকিব ও আকাশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ছিনতাইয়ের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।