Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

খুজেস্তানে ৯৪টি পর্যটন প্রকল্পের কাজ চলছে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৩ অক্টোবর, ২০২২, ৭:২৩ পিএম

ইরানের দক্ষিণ-পশ্চিম খুজেস্তান প্রদেশজুড়ে বর্তমানে মোট ৯৪টি পর্যটন-সম্পর্কিত প্রকল্প চলমান রয়েছে। প্রাদেশিক পর্যটন প্রধান মোহাম্মদ হোসেন আরাস্তুজাদেহ এই তথ্য জানিয়েছেন।

বুধবার তিনি জানান, ৪১ ট্রিলিয়ন রিয়ালের (১৩৭ মিলিয়ন ডলার) বাজেট প্রকল্পগুলিতে বরাদ্দ করা হয়েছে। প্রকল্পগুলির কাজ শেষ হলে ৪২০ জনের বেশি মানুষের কাজের সুযোগ তৈরি হবে বলে অনুমান করা হচ্ছে।

নির্মাণাধীন প্রকল্পের মধ্যে রয়েছে হোটেল ইকো-লজ ইউনিট, ট্যুরিস্ট কমপ্লেক্স, এবং ট্যুরিস্ট ক্যাম্প।

খুজেস্তানে ইউনেস্কো স্বীকৃত তিনটি বিশ্ব ঐতিহ্যবাহী নিদর্শন সুসা, ছোঘা জানবিল এবং শুশতার ঐতিহাসিক হাইড্রোলিক সিস্টেম রয়েছে। প্রদেশটি হস্তশিল্প ও শিল্পকলার জন্যও একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র।

সূত্র: তেহরান টাইমস



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পর্যটন প্রকল্প
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ