দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র-চক্রান্ত চলছে : শামীম ওসমান

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব একেএম শামীম ওসমান বলেছেন, দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র-চক্রান্ত চলছে। এজন্য
সাতক্ষীরা জেলা সংবাদদাতা : তরুণীকে আত্মহত্যায় প্ররোচনা দেয়ার অভিযোগে সাতক্ষীরার কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান এসএম মনিরুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার গভীররাতে সাতক্ষীরা শহর থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত এসএম মনিরুল ইসলাম সোনাবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ জানান, গত শুক্রবার ওই ইউনিয়নের একজোড়া তরুণ-তরুণীকে আটক করে এলাকাবাসী স্থানীয় ইউপি চেয়ারম্যানের কাছে সোর্পদ করে। পরে ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম বিচারের নামে গ্রাম পুলিশ দিয়ে ওই তরুণ-তরুণীকে বেঁধে সোনাবাড়িয়া বাজারে ঘোরায়। এই অপমান সহ্য করতে না পেরে আত্মহত্যা করে মেয়েটি।
এ ঘটনায় শনিবার মেয়েটির ভাই ইব্রাহিম হোসেন বাদী হয়ে ইউপি চেয়ারম্যানকে আসামিকে করে কলারোয়া থানায় মামলা করেন। এরপর মধ্য রাতে এসএম মনিরুল ইসলামকে গ্রেফতার করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।