দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র-চক্রান্ত চলছে : শামীম ওসমান

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব একেএম শামীম ওসমান বলেছেন, দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র-চক্রান্ত চলছে। এজন্য
পাবনা জেলা সংবাদদাতা : পাবনার ঈশ্বরদীতে অজ্ঞাত এক যুবতী নারীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
আজ রোববার সকাল ৮টার দিকে ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া এলাকার একটি পুকুরের পাশ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাই বলেন, দাশুড়িয়া গোলচত্বর এলাকায় ওই নারীকে কয়েক দিন ঘোরাঘুরি করতে দেখা গেছে। সবার ধারণা, ওই নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন। রোববার সকালে দাশুড়িয়া এলাকার একটি পুকুরের পাশে তার লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী থানায় খবর দেয়। পরে পুলিশ লাশ টি উদ্ধার করে।
ওসি আরো বলেন, শনিবার রাতের কোনো এক সময় ওই নারীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।