Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

ছড়া

| প্রকাশের সময় : ১২ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

জসীম আল ফাহিম
যুদ্ধ করো

যুদ্ধ করো যুদ্ধ করো
দেশের জন্য যুদ্ধ করো
পাকিস্তানি সৈন্য ধরো
পাও যতো পাও আরও আরও।

যুদ্ধ করো যুদ্ধ করো
ন্যায়ের জন্য যুদ্ধ করো
পাকসেনাদের কবল থেকে
জন্মভূমি মুক্ত করো।

যুদ্ধ করো যুদ্ধ করো
নিজের জীবন বাজি রেখে
বাংলাদেশকে মুক্ত করো।

আয়শা সিদ্দিকা
হেমন্তের সকাল
                                                                                       
ভোরের আলোয় আকাশ জুড়ে
গোলাপী মেঘের ভেলা,
মেঘের ফাঁকে লাল সূর্য খেলছে
কত যে খেলা।
হালকা কুয়াশায় প্রকৃতি রয়েছে ঢাকা,
নদীর জলে উষার ছায়া, যেন ছবি আঁকা।

ইদ্রিস সরকার
শাপলা-শালুক

বর্ষা জলে শাপলা-শালুক
নোলক পরে হাসে
বাংলাদেশের বিলে-ঝিলে
মনের সুখেই ভাসে।

আকাশের ওই তারার ঝলক
ঝিলিক ঝিলিক করে
দেখলে সে রূপ নয়ন হারায়
হৃদয় পরাণ ভরে।

শাপলা দেশের জাতীয় ফুল
সবাই ভালোবাসে
হাওর ঝিলে লাল শাদা নীল
ফোটে বারো মাসে।

জুলফিকার আলী
একাত্তরের পাখি

একটি পাখি বন্দি ডানা
ভিতরে সে খাঁচার,
বন্দি থেকে মুক্তভাবে
স্বাদ জাগে তার বাঁচার।
সেই পাখিটি একাত্তরের
ছিল পরবাসী
কত পাখি করল শিকার
বানায় তাদের দাসী।

লুটেছিল মান যে  বোনের
কেঁদেছিল মায়ে,
শিকল তারা পরিয়েছিল
মুক্ত পাখির পায়ে।
পাখিরা সব বিদ্রোহ করে
থাকবে না আর বন্দি,
যুদ্ধ করে কাটায় শেষে
শিকারীদের ফন্দি।
বাঁচাল এ দেশ ব্যর্থ হলো
শত্রুর অপচেষ্টা।
এখন পাখি মুক্ত স্বাধীন
সুখে আছে দেশটা।
হোসেন মোতালেব
এই পতাকা

এই পতাকা সবুজ ঘেরা
মাঝখানে তার লাল
এই পতাকা স্মৃতির পাতায়
থাকবে চিরকাল।

এই পতাকায় দৃপ্ত শপথ
এই পতাকায় মান
এই পতাকার লাল বৃত্তে
লক্ষ শহীদান।

এই পতাকা বিজয় গাথা
রক্ত রাঙা পথ
এই পতাকা চির দুর্বার
চির দুর্জয় রথ।

এই পতাকা শক্তি সাহস
এই পতাকাই বল
এই পতাকা উচ্চ শিরে
অগ্র পথে চল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন