পটুয়াখালীতে মোটরসাইকেল দূর্ঘটনায় স্কুল শিক্ষিকা নিহত
পটুয়াখালীর লোহালিয়া- বাউফল সড়কের শৌলায় মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে স্কুল শিক্ষিকা ইসরাত জাহান উর্মি প্রাণ হারিয়েছেন । বুধবার বিকেলে জেলার বাউফল উপজেলায় মোটরসাইকেল যোগে গ্রামের বাড়ীতে
পটুয়াখালীর কলাপাড়ায় গত দু’দিনে পাঁচজন ডেঙ্গু রোগী সনাক্ত হয়েছে। শনিবার ৪ জন এবং শুক্রবার ১ জন সহ মোট পাঁচজনকে কলাপাড়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এরা হলো কুয়াকাটা সংলগ্ন ফাসিপাড়া গ্রামের আলম সিকদারের ছেলে মো. আরিফ (১৯), মহিপুর থানার সদরের পরিতোষ পালের ছেলে পলাশ পাল (১৫), চাকামইয়া ইউনিয়নের শান্তিপুর গ্রামের ইসহাক হাওলাদারের মেয়ে লামিয়া (১৫), ধানখালী ইউনিয়নের তাপবিদ্যুৎ সংলগ্ন নাজিম উদ্দিনের ছেলে মেহেদী হাসান (২৪)। এছাড়া উজিরপুর উপজেলার ওটরা গ্রামের আদম আলীর ছেলে মো. হানিফ (৪২)।
কলাপাড়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের আরএমও ডা. জুনায়েদ হোসেন লেনিন জানান, ডেঙ্গু আক্রান্তদের সাধ্যমত চিকিৎসা দেয়া হচ্ছে । এরা শংকামুক্ত রয়েছে বলে তিনি উল্লেখ করেন। কলাপাড়া পৌরসভার প্যানেল মেয়র হুমায়ূন কবির জানান, এ ব্যাপারে আমরা দ্রুত পদক্ষেপ নিচ্ছি।###
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।