দেশের উত্তরাঞ্চলে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে
আবহাওয়া অফিস জানিয়েছে, আজ শনিবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা জানানো
নির্বাচন পর্যবেক্ষণের জন্য নেপাল যাবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। আগামী ১৮ থেকে ২২ নভেম্বর পর্যন্ত দেশটিতে তার সফরের কথা রয়েছে।
এ তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনের উপ-সচিব মো. শাহ আলম। ইতোমধ্যে মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) এবং নির্বাচন কমিশন সচিবালয়ে এ সংক্রান্ত চিঠি দেওয়া হয়েছে।
মো. শাহ আলম জানান, ইলেকশন অব হাউজ অব রিপ্রেজেন্টেটিভস অ্যান্ড প্রভিন্সিয়াল অ্যাসেম্বলি অব নেপাল’ পর্যবেক্ষণে নেপাল সফরে যাবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল ও সিইসির একান্ত সচিব মো. রিয়াজ উদ্দিন। আগামী ১৮ নভেম্বর তারা ঢাকা ত্যাগ করবেন। ফিরবেন ২২ নভেম্বর।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।