Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

দুর্নীতির দায়ে মার্কিন কংগ্রেসম্যানের কারাদন্ড

| প্রকাশের সময় : ১৫ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : বহুমাত্রিক প্রতারণায় দায়ে অভিযুক্ত যুক্তরাষ্ট্রের বর্ষীয়ান কংগ্রেসম্যান চাকা ফাত্তাহকে ১০ বছরের কারাদন্ড দেওয়া হয়েছে। বিবিসি বলছে, নিজেকে আরো ধনী করতে ও নিজের রাজনৈতিক ক্যারিয়ার ধরে রাখার লক্ষ্যে তিনি এসব করেছেন বলে আইন কর্মকর্তাদের ভাষ্য। ৬০ বছর বয়সী ফাত্তাহ ষড়যন্ত্র, প্রতারণা ও অর্থ পাচারের বিভিন্ন অভিযোগে চলতি বছরের জুনে দোষী সাব্যস্ত হন। এই ডেমক্র্যাটিক কংগ্রেসম্যান ২২ বছর পেনসিলভানিয়া অঙ্গরাজ্য থেকে প্রতিনিধিত্ব করেছেন। ফিলাডেলফিয়ায় একজন কেন্দ্রীয় বিচারক তার বিরুদ্ধে দ- ঘোষণা করেন। তবে রায়ের বিরুদ্ধে আপিল করার ঘোষণা দিয়েছেন ফাত্তাহ। আগামী মাসে তাকে কারাগারে হাজির হতে হবে। ২০১৭ সালের ২৫ জানুয়ারি থেকে চাকা ফাত্তাহর কারাদ- ভোগ শুরু হওয়ার তারিখ নির্ধারিত হয়েছে। ফাত্তাহর আইনজীবীদের দাবি, রাজনৈতিক পরামর্শকেরা তার অজান্তেই এসব অপকর্ম করেছেন এবং তারা দোষ স্বীকার করেছেন।  বিচারে ফাত্তাহর চার সহযোগীও দোষী সাব্যস্ত হয়েছেন। চলতি সপ্তার শেষ দিকে তাদের দ- ঘোষণা করা হবে। দুই দশক ধরে যুক্তরাষ্ট্র কংগ্রেসে ওয়েস্ট ফিলাডেলফিয়ার প্রতিনিধি হিসেবে দায়িত্বপালন করছেন ফাত্তাহ। তিনি যুক্তরাষ্ট্র কংগ্রেসের অন্যতম জ্যেষ্ঠ কৃষ্ণাঙ্গ প্রতিনিধি। একটি মামলার আর্জিতে বলা হয়, তিনি নির্বাচনী প্রচারণার জন্য সংগ্রহ করা অর্থ তার ছেলের শিক্ষাঋণ পরিশোধ করতে ব্যবহার করেছেন। এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ