আওয়ামীলীগের জনসভা উপলক্ষে শ্লোগানে শ্লোগানে মুখরিত নগরী

রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে প্রধানমন্ত্রীর জনসভাকে কেন্দ্র করে সকাল থেকে মানুষের স্রোত মাদ্রাসা ময়দানমুখি। পূর্ব
খুলনা মহানগরী ও জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ বুধবার সকাল সাড়ে ১০ ট থেকে দুপুর দেড়টা পর্যন্ত অধিদপ্তরের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলম অভিযান পরিচালনা করেন। অভিযান কালে খুলনা মহানগরীর হরিনটানা থানাধীন মোস্তফা মোড়ে সুরাইয়া অটো এলপিজি ফিলিং স্টেশনকে অবৈধ ভাবে এলপিজি সিলিন্ডার ক্রস ফিলিং করায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়। দিঘলিয়া উপজেলার আড়ংঘাটা বাজারে অতিরিক্ত দামে চিনি বিক্রি, মূল্য বিহীন ওষুধ বিক্রি ও নোংরা পরিবেশে খাদ্য তৈরি ও সংরক্ষণ করায় আরো ৪টি প্রতিষ্ঠান কে মোট ১৫ হাজার টাকা প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা করা হয়। অভিযাকালে সকলকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন মেনে চলার অনুরোধ জানানো হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।