আওয়ামীলীগের জনসভা উপলক্ষে শ্লোগানে শ্লোগানে মুখরিত নগরী

রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে প্রধানমন্ত্রীর জনসভাকে কেন্দ্র করে সকাল থেকে মানুষের স্রোত মাদ্রাসা ময়দানমুখি। পূর্ব
কুষ্টিয়ার খোকসার গড়াই নদী থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। সোমবার বেলা ১১ টার দিকে পৌর বাজারের হাওয়া ভবন সংলগ্ন নদী থেকে মরদেহ উদ্ধার করা হয়। এখনো পর্যন্ত মরদেহের পরিচয় জানা যায়নি।
স্থানীয়রা জানান, বেলা ১১ টার দিকে খোকসা বাজারের হাওয়া ভবন সংলগ্ন গড়াই নদীতে মরদেহ ভাসতে দেখে তারা থানা পুলিশকে খবর দেন। পুলিশ এসে লাশটি উদ্ধার করে নৌ পুলিশের কাছে হস্তান্তর করেন। তারা আরো জানান অর্ধগলিত মরদেহের পরনে কালো রংয়ের ফুল প্যান্ট রয়েছে।
খোকসা থানার ওসি সৈয়দ আশিকুর রহমান বলেন, মরদেহ গড়াই নদীতে ভাসতে দেখে স্থানীরা খবর দিলে উদ্ধার করে নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। মরদেহ দেখে আনুমানিক ২৫ বছর বয়সী যুবক বলে ধারনা করা হচ্ছে। এখনো পর্যন্ত মরদেহের পরিচয় জানা যায়নি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।