Inqilab Logo

বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

ফাইনালে তেঘুরিয়া যুব সংঘ

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৫ নভেম্বর, ২০২২, ৬:১৬ পিএম

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উঠেছে তেঘুরিয়া যুব সংঘ। সোমবার বিকালে কেয়াইন ইউনিয়নের কুচিয়ামোড়া কলেজ মাঠে আসরের দ্বিতীয় সেমিফাইনালে তেঘুরিয়া টাইব্রেকারে ৮-৭ গোলে তালেপুর আকবর স্পোর্টিং ক্লাবকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে। নির্ধারিত ৬০ মিনিটের খেলা ৩-৩ গোলে ড্র থাকলে টাইব্রেকারে ম্যাচের ভাগ্য নির্ধারণ হয়। এর আগে একই ভেন্যুতে প্রথম সেমিফাইনালে যাত্রাবাড়ী মোহাম্মাদীয়া একাদশ ১-০ ব্যবধানে শেখর নগর যুব সংঘকে হারিয়ে ফাইনালে জায়গা পায়। দ্বিতীয় সেমিফাইনালে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. শরীফুল আলম তানভীর। এসময় উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান ও ক্রিকেট পোকা অনলাইন গ্রুপের সভাপতি মঈনুল হাসান নাহিদ, সহকারী পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) মোস্তাফিজুর রহমান রিফাত, বিক্রমপুর আদর্শ কলেজের অধ্যক্ষ মো.ওয়াহিদুর রহমান খান, সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ এ কে এম মিজানুল হক, বিক্রমপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাসেম সর্দার ও বড়বর্তা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইমরান ভূইয়া।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফুটবল

২৩ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ