ঢাকার বিপক্ষে শান্তনার জয় চট্টগ্রামের

বিপিএল থেকে বিদায় নিশ্চিত হয়েছে আগেই। দুই দলের জন্যই ম্যাচটি ছিল শান্তনার। নিয়ম রক্ষার ম্যাচে
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উঠেছে তেঘুরিয়া যুব সংঘ। সোমবার বিকালে কেয়াইন ইউনিয়নের কুচিয়ামোড়া কলেজ মাঠে আসরের দ্বিতীয় সেমিফাইনালে তেঘুরিয়া টাইব্রেকারে ৮-৭ গোলে তালেপুর আকবর স্পোর্টিং ক্লাবকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে। নির্ধারিত ৬০ মিনিটের খেলা ৩-৩ গোলে ড্র থাকলে টাইব্রেকারে ম্যাচের ভাগ্য নির্ধারণ হয়। এর আগে একই ভেন্যুতে প্রথম সেমিফাইনালে যাত্রাবাড়ী মোহাম্মাদীয়া একাদশ ১-০ ব্যবধানে শেখর নগর যুব সংঘকে হারিয়ে ফাইনালে জায়গা পায়। দ্বিতীয় সেমিফাইনালে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. শরীফুল আলম তানভীর। এসময় উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান ও ক্রিকেট পোকা অনলাইন গ্রুপের সভাপতি মঈনুল হাসান নাহিদ, সহকারী পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) মোস্তাফিজুর রহমান রিফাত, বিক্রমপুর আদর্শ কলেজের অধ্যক্ষ মো.ওয়াহিদুর রহমান খান, সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ এ কে এম মিজানুল হক, বিক্রমপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাসেম সর্দার ও বড়বর্তা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইমরান ভূইয়া।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।