প্রধানমন্ত্রীর জনসভা : মিছিলে মিছিলে মুখরিত রাজশাহী

দীর্ঘ পাঁচ বছর পর রাজশাহীতে আসছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। আজ রোববার
পঞ্চগড়ে সাবেক ইউপি সদস্য আব্দুল বারেক (৫২) নামের এক লাশ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১৭ নভেম্বর)সকালে বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের সোনাপাড়া এলাকার নিজ বাড়ি সংলগ্ন ধান ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
তিনি একই এলাকার মৃত হাসির উদ্দিনের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়,বুধবার সন্ধ্যায় কাজের মানুষকে টাকা দিতে বাজারে যায় আব্দুল বারেক।অনেক রাত হলেও বাড়িতে ফিরে না আসলে, পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে,সকালে বাড়ির পাশে ধান ক্ষেতে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা।পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজয় কুমার রায় লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান,প্রাথমিক সুরতাহলে লাশের গলায় একটু আঘাতের দাগ আছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।ময়নাতদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর কারন জানা যাবে।তবে এখন পর্যন্ত পরিবারের পক্ষে কোন অভিযোগ পাওয়া যায়নি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।