দূর-দূরান্ত থেকে আসছেন নেতাকর্মীরা, চলছে বিশেষ ট্রেন

আজ রোববার (২৯ জানুয়ারি) দলটির বিভাগীয় জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর
ঝিনাইদহের হরিনাকু-ুতে জসিম উদ্দিন (৩৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার সকালে উপজেলার কাপাশাটিয়া
ইউনিয়নের ভালকী গ্রামের পুকুর পাড়া থেকে লাশটি উদ্ধার করা হয়। মৃত জসিম উদ্দিন ঐ গ্রামের নবীছদ্দীনের ছেলে।
এলাকাবাসী জানায়,সকালে জসিমের মরদেহ তার নিজ বাড়ীর পিছনে মেহগুনি বাগানের পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়।
পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
এ ঘটনায় হরিনাকু-ু থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম এতথ্য নিশ্চিত করে বলেন,নিহত জসিম উদ্দিনের গলায় দড়ি পেচানোর দাগ পাওয়া গেছে।তদন্ত পূর্বক হত্যার মটিভ উদ্ধার করে হত্যার সাথে জড়িতদের আইনের আওতায় নেয়া হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।