Inqilab Logo

বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনাদোষে অনেক কিছু ফেস করতে হচ্ছে - রাজ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২০ নভেম্বর, ২০২২, ১১:২৯ এএম

ঢালিউডে পরপর দুই সিনেমায় জুটি হয়ে আলোচনায় শরিফুল রাজ ও বিদ্যা সিনহা মিম। ‘দামাল’ ও ‘পরাণ’ সিনেমার সাফল্যের পর এই দুই তারকা ক্যারিয়ারে ব্যস্ত সময় পার করছেন। কিন্তু এই জুটিকে আর একসঙ্গে দেখা যাবে না। এর কারণ রাজের স্ত্রী পরীমনি। রাজ-মিমকে নিয়ে দেয়া পরীমনির এক ফেসবুক স্ট্যাটাসের জেরে এখন কাজের সম্পর্ক নষ্ট হয়েছে দুজনের। যার ফলে মিম সরাসরি গণমাধ্যমকে জানিয়েছেন, রাজের সঙ্গে আর কাজ করবেন না।

রাজ সংবাদমাধ্যমে জানান, ‘সিনেমার প্রচারে আজ মিমের হাত ধরেছি, কাল আরেক ছবিতে অন্য নায়িকার হাত ধরতে হতে পারে। সিনেমা করতে গেলে এটা থাকবেই। কারণ, সিনেমা আমার কাজ, পেশা। সুতরাং এখানে এই হাত ধরাধরিটা সাধারণ ব্যাপার। এটি নিয়ে অনেক ইস্যু হয়ে গেল। হঠাৎ কেন এসব হলো, তাও জানি না। কীভাবে সামলাতে হয়, সেটাও আমি জানি না।’

তিনি আক্ষেপ নিয়ে বলেন, ‘বাংলাদেশের এমন কোনো মিডিয়া নাই, এসব নিয়ে খবর প্রকাশ হয়নি। যদি আমার জীবনে এমন ঘটনা ঘটত, তাহলে আমি মানতে পারতাম। বিনাদোষে অনেক কিছু আমাকে ফেস করতে হচ্ছে।’

তিনি আরও জানান, ‘এক সপ্তাহ ধরে মানুষ আমাকে পাগল করে দিয়েছে। কিন্তু আমি কারও ফোনই ধরিনি। ঘটনাটি সত্যি হলে উত্তর দিতাম। সবার ফোন ধরতাম। আমি পরীকে সম্মান করি, সংসারকে সম্মান করি। আমার জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও পরিবার, সংসারকে সম্মান দিয়ে যাব।’

এই অভিনেতা বলেন, ‘পরী এবং মিম কাজে ফিরবে কিন্তু এসব নিয়ে ওদের ঝামেলা হবে না। যে যার মতো কাজ করবে তারা। সমস্যা হবে তার, যে মানুষটি কোনো কিছুই জানে না, কোনো কিছুই করল না, তাকে নিয়ে এখন মানুষ মুখরোচক সব গল্প বানাচ্ছে, নিউজ প্রকাশ করছে।’

উল্লেখ্য, শরিফুল ইসলাম রাজের বাংলা সিনেমার বড়পর্দায় অভিষেক হয় রেদওয়ান রনির ‘আইসক্রিম’ সিনেমার মাধ্যমে। এরপর করেছেন আরো কিছু সিনেমা। তবে সবচেয়ে বেশি আলোচনায় আসেন মিজানুর রহমান আরিয়ানের চরকি অরিজিনাল ফিল্ম ‘নেটওয়ার্কের বাইরে’ চলচ্চিত্রের মাধ্যমে। এদিকে ২০২২ সালে চলছে ঢাকাই বাংলা সিনেমার জয়জয়কার। আর এই গণজোয়ারে মিশে আছে রাজের নাম। ‘দামাল’ ও ‘পরাণ’ সিনেমার সাফল্য এই তারকার ক্যারিয়ার সমৃদ্ধ করেছে আরও।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঢালিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ