ফরিদপুরে চুরি করতে গিয়ে গণপিটুনিতে যুবক নিহত
ফরিদপুরে একটি বাড়িতে চুরি করতে গিয়ে গণপিটুনি খেয়ে নিহত হয়েছেন আবুল কালাম নামে এক যুবক। বিষয়টি ফরিদপুর কোতায়ালী থানা পুলিশ গতকাল বৃহস্পতিবার গণমাধ্যমকে নিশ্চিত করছেন।
পটুয়াখালীর কলাপাড়া পৌরশহরের বালিকা বিদ্যালয় সড়কে রবিবার বেলা ১১ টার দিকে পথচারী অজ্ঞাত এক নারীর হাত থেকে একটি ব্যাগ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনাতাইকারী এক রিক্সা চালক। ঘটনাটি ঘটার সাথে সাথে ওই নারী রিক্সার পিছনে পিছনে ডাক-চিৎকার করতে করতে দৌঁড়ে ধরার চেষ্টা করেও ব্যর্থ হন। তবে তার ব্যাগে কি ছিল তা জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী ,কমরেড নাসির তালুকদার জানান, ঘটনার সময় আমিও কাছে ছিলাম। আমিও ডাক-চিৎকার করতে করতে কিছু দূর অতিক্রম করার পর আর এগুতে পারিনি। তবে ওই সড়কে কয়েকটি মোড় থাকায় ছিনতাইকারী সহজে পালাতে সক্ষম হয় ।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.জসিম জানান, এ ব্যাপারে কেউ কোন অভিযোগ করেনি। তবে বিষয়টি তিনি দেখবেন বলে জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।