তিন দিনে ‘পাঠান’র দখলে বক্স অফিসের ১৫টি বড় রেকর্ড

গত বুধবার (২৫ জানুয়ারি) ভারতসহ বিশ্বের ১০০টি দেশে মুক্তি পেয়েছে বলিউড শাহরুখ খানের প্রতীক্ষিত সিনেমা
বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিন হবে ৩০ ডিসেম্বর। ইতোমধ্যে ২০২৩-২৪ মেয়াদের জন্য এ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন আবদুল লতিফ বাচ্চু। কমিশনার হিসেবে থাকবেন পরিচালক বিএইচ নিশান ও শামসুল আলম। নির্বাচনে দুটি প্যানেল প্রতিযোগিতা করবে। একটি প্যানেলে সভাপতি পদে মুশফিকুর রহমান গুলজার ও মহাসচিব জাকির হোসেন রাজু। একই প্যানেলে সহ-সভাপতি পদে রয়েছেন ছটকু আহমেদ এবং উপ-মহাসচিব পদে অপূর্ব রানা। আরেক প্যানেল থেকে সভাপতি পদে নির্বাচন করবেন পরিচালক কাজী হায়াৎ। তার মহাসচিব প্রার্থী শাহীন সুমন। আগামী ৫ ডিসেম্বর নির্বাচনের মনোনয়নপত্র কেনা শুরু হবে, জমা দিতে হবে ৭ ডিসেম্বরের মধ্যে। নির্বাচনকে কেন্দ্র করে এফডিসিতে জমে উঠেছে আলোচনা। প্রতিদিনই সদস্যরা আসছেন। আড্ডা-আলোচনায় প্রার্থীতা নিয়ে কথা হচ্ছে। কে নির্বাচিত হলে সমিতি ও চলচ্চিত্রের কল্যাণ হবেÑএসব বিষয় আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।