মেয়র পদে মনোনয়ন প্রত্যাশী এস এম মিজানুর রহমানের গণসংযোগ

আগামী ২০ মার্চ গোপালগঞ্জের কোটালীপাড়া পৌরসভা নির্বাচনকে সামনে রেখে গণসংযোগ চালিয়েছেন পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক
ময়মনসিংহের ফুলপুরে স্যালু মেশিনের পাখার আঘাতে হাবিবুল্লাহ নামে ৪ বছর বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২৮ নভেম্বর) দুপুরে উপজেলার সিংহেশ্বর ইউনিয়নের সিংহেশ্বর গ্রামে এই দুর্ঘটনা ঘটেছে। সে সিংহেশ্বর গ্রামের মোঃ মাজাহারুল ইসলাম বাদলের ছেলে। শিশুর মৃত্যুতে তার পরিবারে শোকের মাতম চলছে।
জানা যায়, ফুলপুর উপজেলার সিংহেশ্বর গ্রামের বর্গা চাষি নজরুল ইসলাম (৫০) ও তার স্ত্রী পারুল আক্তার (৪৬) সোমবার আবু বাক্কার মন্ডলের বাড়িতে স্যালু মেশিনে লাগানো পাখা দিয়ে ধান উড়ানোর কাজ করছিল। এ সময় পাশের বাড়ির মাজাহারুল ইসলাম বাদলের ছেলে মোঃ হাবিবুল্লাহ (৪) হঠাৎ করে মেশিনের নিচ দিয়ে দৌড় দেয়। এতে মেশিনের পাখার আঘাতে তার শরীরের ডান সাইট কেটে গুরুত্ব আহত হয়। পরিবারের লোকজন উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু হাবিবুল্লাহকে মৃত্যু ঘোষণা করেন।
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, এ ব্যাপারে কেউ কোন অভিযোগ দেয়নি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।