এবার ভারতে মুক্তি পাচ্ছে পাকিস্তানের ‘জয়ল্যান্ড’

এবার ভারতে বাণিজ্যিকভাবে মুক্তি পেতে যাচ্ছে অস্কারের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নেয়া পাকিস্তানি সিনেমা ‘জয়ল্যান্ড’।
বিশ্বকাপে সাধারণ মানুষের পাশাপাশি বিভিন্নভাবে নিজের দলকে সমর্থনের পোস্ট করছেন অভিনয় এবং সঙ্গীত জগতের তারাকারা। সেই দলে যুক্ত হয়েছেন শ্রোতাপ্রিয় ব্যান্ড চিরকুটের প্রধান ভোকালিস্ট শারমিন সুলতানা সুমি। সুমি ছোটবেলা থেকেই আর্জেন্টিনার অন্ধভক্ত। আর্জেন্টিনা-মেক্সিকোর ম্যাচে ২-০ গোলে জয় পাওয়ার পর আনন্দে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অনেকগুলো পোস্ট করেছেন তিনি। প্রিয় দলের জয়ের আনন্দে তিনি এবার গান বেঁধেছেন। সেটা আবার পোস্টও করেছেন ফেসবুকে। গানটির কথা, ‘আর্জেন্টিনা গোল দিছে গোল দিছে রে, মেসি ভাই লম্বা লাথির গোল দিছে রে’। নেটিজেনরা বেশ পছন্দ করেছেন গানটি। সেই সাথে ১০০ জনের বেশি মানুষ সেটি শেয়ারও করেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।