ফরিদপুরে চুরি করতে গিয়ে গণপিটুনিতে যুবক নিহত
ফরিদপুরে একটি বাড়িতে চুরি করতে গিয়ে গণপিটুনি খেয়ে নিহত হয়েছেন আবুল কালাম নামে এক যুবক। বিষয়টি ফরিদপুর কোতায়ালী থানা পুলিশ গতকাল বৃহস্পতিবার গণমাধ্যমকে নিশ্চিত করছেন।
মিয়ানমার থেকে ভুট্টার চালান নিয়ে চট্টগ্রাম বন্দরে আসা একটি জাহাজ থেকে ৬১ বোতল বিদেশী হুইস্কি উদ্ধার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর, আঞ্চলিক কার্যালয়, চট্টগ্রামের একটি দল সোমবার ইয়াঙ্গুন থেকে আগত এমভি এমসিএল -৬ এ এই অভিযান পরিচালনা করে।
শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা জানান, এইসব হুইস্কি জাহাজের ক্রু কনজাম্পশনের অতিরিক্ত অর্থাৎ ঘোষণা বহির্ভূত। জাহাজটির সংশ্লিষ্ট শিপিং এজেন্ট আগ্রাবাদের মাল্টিপোর্ট শিপিং লিমিটেড। জাহাজটি গত রোববার বাংলাদেশে আগমন করে। এই ৬১ বোতল বিদেশী হুইস্কি চট্টগ্রাম কাস্টম হাউসে জমা দেওয়া হয়। জড়িতদের বিরুদ্ধে দি কাস্টমস এ্যাক্ট, ১৯৬৯ অনুযায়ী ব্যবস্থা নেয়া হচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।