Inqilab Logo

বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

ভাষা শহীদ ভাষা সৈনিক লও সালাম

প্রকাশের সময় : ১৮ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : ভাষা আন্দোলনের আবহ তখন এদেশের মানুষের রক্ত কণিকায়। চারদিকে অন্যরকম এক জাগরণের ঢেউ। সেই ঢেউয়ে দোল খাচ্ছে বাংলার মানুষ। অবস্থাটা এতটাই চরমে যে, সেখান থেকে নিবৃত্ত করা অসম্ভব। ড. আনিসুজ্জামান ‘তারা’ কবিতায় লিখেছেন, ‘প্রতি ফালগুনে তারা ফিরে আসে/পত্র পুষ্পের মিতালিতে যেখানে বর্ণের সমারোহ/সেখানে নয়। হৃদয়ের সঙ্গে হৃদয়ের যোগে পৃঃ ২ কঃ ৩
ভাষা শহীদ ভাষা সৈনিক উচ্ছ্বলিত/প্রাণ-প্রবাহের মোহনা যেখানে, সেখানে/তারা ফিরে ফিরে আসে।’
শিল্প সাহিত্যের এমন কোনো শাখা নেই যে, ভাষা আন্দোলনকে নিয়ে লেখা হয়নি। সবক্ষেত্রে নানারকম চক্রান্ত ছিল বর্বর পাকিস্তানিদের। তারা পূর্ব-বাংলা থেকে বাংলা ভাষাকে বিলীন করে জাতিকে ধ্বংস করার ষড়যন্ত্র চালায়। কিন্তু এই ষড়যন্ত্র বাংলার মানুষ সফল হতে দেয়নি। পাকিস্তান শাসকগোষ্ঠীর সব চক্রান্ত রুখে দিয়ে সেদিন বাঙালিরা নিজের অধিকার আদায় করে নিয়েছিল। ভাষা-আন্দোলনের বিস্ফোরণ ঘটে ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি।
রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ছাত্ররা চূড়ান্ত সংগ্রামে নামলেন বায়ান্নের একুশে ফেব্রুয়ারিতে। ১৪৪ ধারা ভেঙ্গে রাস্তায় নামেন ছাত্ররা। সেøাগানে-প্রতিবাদে উজ্জীবিত তরুণদের রুখতে শাসকগোষ্ঠী তার প্রশাসনযন্ত্র নিয়ে মাঠে নামে। আমতলায় সমাবেশ শেষে আইন পরিষদের দিকে ছাত্র-যুবারা এগিয়ে যেতে থাকেন। তাদের ওপর লাঠিচার্জ, কাঁদানে গ্যাস নিক্ষেপ করে পুলিশ। ছাত্রদের দুর্বার গতি থামাতে গুলি ছোড়ে পুলিশ। মায়ের মুখের ভাষার মর্যাদা রাখতে তপ্ত রাস্তায় বুকের তাজা রক্ত ঢেলে দিলেন বরকত, রফিক, জব্বার, সালাম। আহত হন অনেকে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভাষা শহীদ ভাষা সৈনিক লও সালাম

১১ ফেব্রুয়ারি, ২০২৩
২১ ফেব্রুয়ারি, ২০২২
১৯ ফেব্রুয়ারি, ২০২২
১৮ ফেব্রুয়ারি, ২০২২
১৭ ফেব্রুয়ারি, ২০২২
১৬ ফেব্রুয়ারি, ২০২২
১৫ ফেব্রুয়ারি, ২০২২
১৪ ফেব্রুয়ারি, ২০২২
১৩ ফেব্রুয়ারি, ২০২২
১০ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ