Inqilab Logo

মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

দেশের নতুন ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লে

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২ ডিসেম্বর, ২০২২, ১২:১৪ এএম

চালু হেেছে দেশের নতুন ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লে। সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্মটির উদ্বোধন হয়। উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ পলক। এই অ্যাপ আগ্রহীরা স্মার্টফোন ও স্মার্টটিভিতে ইনস্টল করতে পারবেন।তিনটি সাবস্ক্রিপশন মডেলে দর্শকরা দেখতে পারবেন প্ল্যাটফর্মটির প্রিমিয়াম কনটেন্ট। উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয় মাসিক, ৬ মাস ও ১ বছরের সাবস্ক্রিপশন প্ল্যান আছে এতে। এক মাসের জন্য ৫৯ টাকা, ৬ মাসের জন্য ২৯৯ ও ১ বছরের জন্য ৫৪৯ টাকা লাগবে সাবস্ক্রিপশন। দেশের প্রচলিত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে দেয়া যাবে সাবস্ক্রিপশন ফি। সাবস্ক্রিপশন ছাড়াও অ্যাপ নামিয়ে ওয়েবসাইটে গিয়ে কনটেন্ট দেখতে পারবেন দর্শকরা। এছাড়া রয়েছে পে পার ভিউ পদ্ধতি। অর্থাৎ যে কনটেন্টটি দেখতে চান দর্শক, শুধু সেটার জন্য পে করেও কনটেন্ট দেখার সুযোগ থাকছে। নতুন নতুন ওয়েব সিনেমা, সিরিজ, নাটক, বিদেশি সিরিয়াল, দীর্ঘ ধারাবাহিক থাকছে দীপ্ত প্লেতে। এগুলোর মধ্যে অন্যতম আবু হায়াত মাহমুদের পরিচালনায় আসবে অগ্নিপুরুষ, মাহমুদুর রহমান হিমির পরিচালনায় ‘পরী’, মিজানুর রহমান আরিয়ানের পরিচালনায় ‘শহরে অনেক রোদ’, অনিমেষ আইচের পরিচালনায় ‘আঁশটে’।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ