Inqilab Logo

ঢাকা সোমবার, ১৯ এপ্রিল ২০২১, ০৬ বৈশাখ ১৪২৮, ০৬ রমজান ১৪৪২ হিজরী

অভিনয়ে ফিরলেন মাসুদ আলী খান

| প্রকাশের সময় : ১৯ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : ‘আমি সবসময়ই নিজেকে ইত্যাদির নিয়মিত একজন শিল্পী হিসেবে মনে করি। যে কারণে ইত্যাদির মাধ্যমে আবারো অভিনয়ে ফিরতে পেরে ভীষণ ভালো লাগছে। হানিফ সংকেত সবসময়ই আমার খোঁজ-খবর রাখেন। খোঁজ-খবরের ধারাবাহিকতাতেই ইত্যাদির গত পর্বের মাধ্যমে অভিনয়ে ফেরা। তার প্রতি আমি কৃতজ্ঞ। আশা করি, এখন থেকে নিয়মিত অভিনয় করতে পারব। যতটুকু শরীর সহ্য করতে পারে ঠিক ততটুকুই অভিনয় করব। আমি এখন বলা যায় মোটামুটি বেশ সুস্থ। ভালো আছি।’ দুই বছর পর আবারো অভিনয়ে ফিরে অনেক ভালোলাগা নিয়ে কথাগুলো বললেন, প্রবীণ নাট্যাভিনেতা মাসুদ আলী খান। ইতোমধ্য নাটকেও অভিনয় শুরু করেছেন। গতকাল রেজাউর রহমান এজাজের রচনায় ও হাফিজুর রহমান সুরুজের নির্দেশনায় ‘প্রথমত আমি তোমাকে চাই’ নাটকে অভিনয় করেন। রাজধানীর একটি শুটিং হাউজে-এর শুটিং হয়। এতে মাসুদ আলী খানের সঙ্গে আরো অভিনয় করবেন রফিকুল্লাহ সেলিম, শিরীন বকুল, আরফান আহমেদ, সাঈদ বাবু, সালতানাৎ সুপ্ত’সহ আরো অনেকে। উল্লেখ্য, ২০১৪ সালের ২৪ অক্টোবর একটি নাটকের শুটিং থেকে বাসায় ফিরে বাথরুমে পড়ে গিয়ে কোমড়ে মারাত্মক আঘাত পান মাসুদ আলী খান। এরপর চিকিৎসা নিয়ে বাসাতেই সময় কাটে তার। তবে অভিনয়ে ফেরার প্রবল আগ্রহ ছিল তার। এখন তিনি প্রায় পুরোপুরি সুস্থ। তাই পরিবারের সবার সম্মতিতেই অভিনয় ফিরেছেন তিনি। মাসুদ আলী খান ১৯৩১ সালের ১ ডিসেম্বর মানিকগঞ্জের সিঙ্গাইরে নানার বাড়িতে জন্মগ্রহণ করেন। ৮৭ বছর বয়সী এই অভিনেতা ছোটবেলায় ক্লাস টুতে পড়ার সময় স্বরসতী পূজায় ‘রানা প্রতাপ সিং’ নাটকে প্রথম অভিনয় করেন। ১৯৫৬ সালে উচ্চমাধ্যমিক পড়ার সময় ‘ড্রামা সার্কেল’র সাথে যুক্ত হন তিনি। তার অভিনীত প্রথম চলচ্চিত্র সাদেক খান পরিচালিত ‘নদী ও নারী’। সর্বশেষ তিনি খালিদ মাহমুদ মিঠু পরিচালিত ‘জোনাকীর আলো’ চলচ্চিত্রে অভিনয় করেন। ১৯৮৮ সালে তিনি সরকারি চাকরি থেকে অবসর নেন। মঞ্চে তার নির্দেশিত আলোচিত নাটক হচ্ছে ‘সাজানো বাগান’। মাসুদ আলী খানের এক মেয়ে সীমা ও এক ছেলে সুমিত।
ছবি : মাসুদ আলী খান। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অভিনয়

২৭ সেপ্টেম্বর, ২০২০

আরও
আরও পড়ুন