এবার হাজার কোটির ক্লাবে প্রবেশের পথে ‘পাঠান’

শাহরুখ খানের আলোচিত সিনেমা ‘পাঠান’। গত ২৫ জানুয়ারি থেকে বিশ্বের ৮ হাজার পর্দায় প্রদর্শিত হচ্ছে
প্রথমবারের মতো দেশে আয়োজিত হচ্ছে ‘ফিমেল ফেস্ট’। এই আয়োজন শুরু হবে ১ ও ২ ডিসেম্বর রাজধানীর আইসিবি মিলনায়নতে। ফিমেল ফেস্টের ১ম দিন মেলার আয়োজন করা হচ্ছে। দ্বিতীয় দিন থাকছে কনসার্ট। এই কনসার্টে গান শোনাবেন শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী তাহসান খান। এছাড়া গাইবেন প্রীতম হাসান, সন্ধি, হাসিব, আনিকা এবং ব্যান্ডদল নেমেসিস। ফ্যাশন শোতে পারফর্ম করবেন ৩০ জনেরও বেশি মডেল। আয়োজকরা বলছেন, এই অনুষ্ঠান উপভোগ করবেন ৫০০০ এর বেশি নারী। তাহসান জানান, মেলাটি নারী-পুরুষ সবার জন্য উন্মুক্ত হলেও কনসার্টটি শুধু নারীরা উপভোগ করতে পারবেন। কনসার্টের অতিথি প্রবেশ রেজিস্ট্রেশনের এর মাধ্যমে নিশ্চিত করা হবে। এ বিষয়ে ইতোমধ্যে ইভেন্টের লিংক সোশ্যালে ও নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
ছবিঃ তাহসান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।