Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

এরদোয়ানের সঙ্গে কথা বললেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ ডিসেম্বর, ২০২২, ১১:২৯ এএম

দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়নসহ নানা বিষয়ে তুরস্কের সঙ্গে আলোচনা করেছে যুক্তরাজ্য। শুক্রবার ফোনে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ানের সঙ্গে কথা বলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। এ সময় বিশেষ করে বাণিজ্য ও প্রতিরক্ষা খাতে পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতা জোরদারের পদক্ষেপ নিয়ে আলোচনা করেন দুই নেতা। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।

তুরস্কের যোগাযোগ অধিদফতর জানিয়েছে, ফোনালাপে দুই ন্যাটো মিত্রের মধ্যে একটি কৌশলগত দৃষ্টিভঙ্গির ওপর জোর দেন এরদোয়ান।
ইউক্রেন ইস্যুতেও কথা হয় দুই নেতার। এরদোয়ান বলেন, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে অবিলম্বে আলোচনার পরিবেশ তৈরি হলে সেটি সব পক্ষের জন্যই ইতিবাচক হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ