চীনা নজরদারি বেলুন: ধ্বংসাবশেষ ঘেঁটে যা জানালো যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের বিশ্বাস চীনা নজরদারি বেলুন কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটা চীনের পাঁচ মহাদেশ জুড়ে চালানো
দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়নসহ নানা বিষয়ে তুরস্কের সঙ্গে আলোচনা করেছে যুক্তরাজ্য। শুক্রবার ফোনে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ানের সঙ্গে কথা বলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। এ সময় বিশেষ করে বাণিজ্য ও প্রতিরক্ষা খাতে পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতা জোরদারের পদক্ষেপ নিয়ে আলোচনা করেন দুই নেতা। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।
তুরস্কের যোগাযোগ অধিদফতর জানিয়েছে, ফোনালাপে দুই ন্যাটো মিত্রের মধ্যে একটি কৌশলগত দৃষ্টিভঙ্গির ওপর জোর দেন এরদোয়ান।
ইউক্রেন ইস্যুতেও কথা হয় দুই নেতার। এরদোয়ান বলেন, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে অবিলম্বে আলোচনার পরিবেশ তৈরি হলে সেটি সব পক্ষের জন্যই ইতিবাচক হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।