কাভার্ড ভ্যান থেকে রপ্তানির গার্মেন্টস পণ্য চুরির গডফাদারসহ গ্রেপ্তার ৪

ব্রাজিলে রপ্তানিকৃত গার্মেন্টস পণ্য চুরিসহ গত দেড় যুগ ধরে বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানির সময় প্রায়
মাগুরা-ঝিনাইদহ সড়কের ইছাখাদা এলাকায় মাগুরা থানা পুলিশ এক মটর সাইকেল আরোহীকে তল্লাশী করে মোটরসাইকেলে বিশেষ কায়দায় লুকানো প্রায় ৬ কেজি ওজনের রূপার গহনাসহ এক যুবককে আটক করেছে।
আটক যুবকের নাম সারোয়ার উদ্দিন। সে চুয়াডাঙ্গার দর্শনা উপজেলার রামনগর গ্রামের নাসির উদ্দিনের ছেলে। মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কলিমুল্লাহ জানান,
শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ভারত থেকে পাচার করে আনা রুপার তৈরী এ গহনা মটর সাইকেলের ট্যাঙ্কির মধ্যে বিশেষ কায়দায় লুকিয়ে ফরিদপুরের বাগাট বাজারের উদ্দেশ্যে যাওয়ার পথে ইছাখাদা দরগার গেট এলাকায় সদর থানা পুলিশের একটি দল সন্দেহবসত মটরসাইকেলের গতিরোধের পর ব্যাপক তল্লাশি চালিয়ে এসকল রুপার গহনাসহ তাকে আটক করে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।