ফরিদপুরে চুরি করতে গিয়ে গণপিটুনিতে যুবক নিহত
ফরিদপুরে একটি বাড়িতে চুরি করতে গিয়ে গণপিটুনি খেয়ে নিহত হয়েছেন আবুল কালাম নামে এক যুবক। বিষয়টি ফরিদপুর কোতায়ালী থানা পুলিশ গতকাল বৃহস্পতিবার গণমাধ্যমকে নিশ্চিত করছেন।
খুলনার পাইকগাছায় ঝুলন্ত অবস্থায় লামিয়া (১৯) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিক ভাবে জানা গেছে, পারিবারিক কলহের জেরে আজ শনিবার সকাল ৮ টার দিকে উপজেলার কপিলমুনির শ্যামনগরে স্বামীর বাড়িতে ঘরের আড়ায় গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন তিনি। লামিয়া সাতক্ষীরার তালা উপজেলার গুনা গোপালপুর গ্রামের খান রুবেলের মেয়ে।
স্থানীয়রা জানান, কয়েক বছর আগে প্রেমের সম্পর্কের এক পর্যায়ে তপু গোলদার ও লামিয়া বিয়ে করেন। কয়েক মাস ধরে তাদের সম্পর্ক ভাল যাচ্ছিল না। প্রায়ই কলহ বিবাদ হত।
খবর পেয়ে পাইকগাছা থানার এএসআই মোঃ কায়েস মিয়া মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খুমেক হাসপাতালে পাঠান। এ ঘটনায় স্বামী তপু গোলদার পলাতক রয়েছে।
তিনি বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহ থেকে সে আত্মহত্যা করতে পারে। তবে, ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে সবকিছু পরিস্কার হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।