ইউনিভার্সিটি অব স্কলার্স-এর ট্রেজারার হিসাবে প্রেসিডেন্ট ও চ্যান্সেলর কর্তৃক নিয়োগ পেয়েছেন ড. মোহাম্মদ জুলফিকার আলী। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় মার্কেটিং বিভাগ থেকে কৃতিত্বের সাথে বিবিএ এবং এমবিএ সম্পন্ন করেছেন। এরপর তিনি পিএইচডি ডিগ্রি অর্জন করেন ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া থেকে। তার দীর্ঘদিনের শিক্ষকতা জীবনে দেশীয় এবং আর্ন্তজাতিক জার্নালে প্রচুর সংখ্যক গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। এছাড়াও ড. জে আলী একজন সুপ্রতিষ্ঠিত কথা সাহিত্যিক এবং লেখক। তাঁর প্রকাশিত ছোট গল্প, উপন্যাস এবং অনুপ্রেরণামূলক বইয়ের সংখ্যা ৮টি। তিনি টাঙ্গাইল সদর উপজেলার পয়লা গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।