Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

ব্রিটিশ-প্রশিক্ষিত আফগান কমান্ডো ও গুপ্তচরদের নিয়োগ দিচ্ছে রাশিয়া

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ ডিসেম্বর, ২০২২, ১:১৬ পিএম

ব্রিটিশ-প্রশিক্ষিত সাবেক আফগান গুপ্তচরদের ইউক্রেনের যুদ্ধের জন্য রাশিয়া দ্বারা নিয়োগ করা হচ্ছে। কারণ, গত বছর তালেবানরা ক্ষমতা গ্রহণের পর যুক্তরাজ্যে তাদেরকে নিরাপদ জায়গায় স্থানান্তর করতে ব্যর্থ হয়েছে।

পুতিনের যুদ্ধ প্রচেষ্টায় যোগদানের জন্য প্রাক্তন গোয়েন্দা কর্মকর্তাদের নগদ ১০ হাজার ডলার এবং মাসিক বেতনের প্রস্তাব দেয়া হচ্ছে, তাদের পরিবারকে রাশিয়ায় বাড়ি ও নিরাপত্তা দেয়ার প্রস্তাব দেয়া হচ্ছে। আফগান ন্যাশনাল ডিরেক্টরেট অফ সিকিউরিটি (এনডিএস) এর অনেক সাবেক সদস্য এ অফারটি গ্রহণ করছেন কারণ তারা মনে করেন যে, ব্রিটেন এবং অন্যান্য পশ্চিমা দেশগুলো আফগানিস্তানে যুদ্ধের সময় তাদেরকে ব্যবহার করেছে এবং প্রয়োজন শেষে তাদেরকে পরিত্যাগ করেছে।

হামিদ (তার আসল নাম নয়) একজন সাবেক এনডিএস অফিসার, ব্রিটিশ স্পেশাল ফোর্সের সাথে তালেবান এবং দায়েশ লক্ষ্যবস্তুর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী অভিযানে কাজ করেছেন। নিরাপদ অবস্থান থেকে তিনি দ্য টেলিগ্রাফকে বলেন, ‘প্রাক্তন আফগান সামরিক কর্মকর্তাদের ইউক্রেনের সংঘাতের জন্য নিয়োগ করা হচ্ছে। আমি এটাকে খুবই বিপজ্জনক পরিকল্পনা হিসেবে দেখছি কারণ এই সামরিক কর্মকর্তারা বিশ্বের সবচেয়ে প্রশিক্ষিত কর্মকর্তাদের মধ্যে রয়েছেন।’

হামিদ বলেছেন যে, সেপ্টেম্বরে প্রায় ২৭০ জন সাবেক এনডিএস অফিসার এবং তাদের পরিবার আফগানিস্তান ত্যাগ করেছেন এবং তাদের প্রতি মাসে দেড় থেকে দুই হাজার ডলার বেতন, ১৮ বছরের কম বয়সী প্রতিটি শিশুর জন্য তিন হাজার ডলার প্রদান এবং রাশিয়ার নাগরিকত্বের প্রস্তাব দেয়া হয়েছিল।

হামিদ বলেছিলেন যে, অনেক এনডিএস অফিসার তালেবান এবং মস্কোর মধ্যে চুক্তির সুবিধা নিয়েছে, তাদের জীবন নিয়ে পালাতে দিয়েছে এমনকি তারা এটাও মেনে নিয়েছে যে, তারা আর কখনই তাদের পরিবারের সাথে আফগানিস্তানে ফিরে যেতে পারবে না।

মস্কোর কর্মকর্তারা কাবুলে রাশিয়ান দূতাবাস থেকে প্রতিটি আবেদনকারীর মূল্যায়ন পরিচালনা করেন। হামিদ বলেন, ‘তারা দেখবে একজন ব্যক্তি কোন ধরনের প্রশিক্ষণ পেয়েছে এবং কোন ক্ষেত্রে সে সবচেয়ে ভালো সেবা দিতে পারে। সেই মূল্যায়নের ভিত্তিতে তাদের বিভিন্ন পদের প্রস্তাব দেয়া হবে। বিশেষ বাহিনীকে একটি পদ দেয়া হবে এবং গোয়েন্দাদের বিভিন্ন চাকরির প্রস্তাব দেয়া হবে।’ সূত্র: দ্য টেলিগ্রাফ।

 



 

Show all comments
  • Ali Haider Chowdhury TIPU ১৩ ডিসেম্বর, ২০২২, ৬:৪৩ এএম says : 0
    আমেরিকা ইউরোপকে সুক্ষ ভাবে ব্লেকমেইল করছে!বলির পাঠা বানিয়ে ফায়দা লুটছে। যুদ্ধ দীর্ঘদিন চললে অস্রবিক্রি হবে। বানিজ্যিক ভাবে লাভ হবে!ইউরোপের সাথে রাশিয়ার তিক্ততা বাড়বে।তাদের অনেক কিছু হারাতে হবে।সুতরাং তাদের উচিত এই ফাঁদ থেকে মুক্তির জন্য চেষ্টা করা। জনগণের কথা ভাবা।
    Total Reply(0) Reply
  • Ali Haider Chowdhury TIPU ১৩ ডিসেম্বর, ২০২২, ৬:৪৩ এএম says : 0
    আমেরিকা ইউরোপকে সুক্ষ ভাবে ব্লেকমেইল করছে!বলির পাঠা বানিয়ে ফায়দা লুটছে। যুদ্ধ দীর্ঘদিন চললে অস্রবিক্রি হবে। বানিজ্যিক ভাবে লাভ হবে!ইউরোপের সাথে রাশিয়ার তিক্ততা বাড়বে।তাদের অনেক কিছু হারাতে হবে।সুতরাং তাদের উচিত এই ফাঁদ থেকে মুক্তির জন্য চেষ্টা করা। জনগণের কথা ভাবা।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাশিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ